দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গত সপ্তাহে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নমিতা মাঝির জন্য আনা রক্ত দেওয়া হয়েছিল নমিতা বাগদিকে। শুক্রবার ভোরে তিনি মারা গেছেন। এই ঘটনায় নতুন করে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে অভিযোগপত্র জমা দিয়েছেন মৃতার ছেলে।
নমিতা বাগদির বাবা দুকড়ি বাগদি হতাশ। তিনি বলেন, "আর কী হবে! আর কি আমার মেয়েটাকে ফিরে পাব?" তাঁর কথায়, "ভুল রক্ত দেবার পর থেকেই মেয়ের অবস্থা নতুন করে খারাপ হতে থাকে। বারবার ডাক্তারদের সে কথাই বলেছি। তবুও কিছু করা গেল না। মেয়েটাকে হারিয়ে ফেললাম আমরা।"