দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে তরুণী ছাত্রীর ধর্ষণকাণ্ডে (Durgapur Incident) গ্রেফতার সহপাঠীর পক্ষে আদালতে দাঁড়াতে অস্বীকার করলেন স্থানীয় আইনজীবীরা (Lawyers)। বুধবার ওই অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তার আগে এই একই ঘটনায় গ্রেফতার (Arrest) হওয়া পাঁচজনের পক্ষেও সওয়াল করতে অস্বীকার করেছিলেন ওই আদালতের আইনজীবীরা।
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানিয়েছেন, এমন জঘন্য অপরাধের অভিযুক্তদের হয়ে কেউ আদালতে লড়বেন না।