দ্য ওয়াল ব্যুরো: “সোনার বাংলা সোনারই হয়ে থাকুক। আমরা আর ফিরছি না।”, দুর্গাপুরে (Durgapur incident) নির্যাতিতা মেডিক্যাল পড়ুয়ার বাবার (Victim's Father) গলায় এ যেন চরম বেদনার ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শেষবারের মতো আবেদন জানিয়ে, ওড়িশা ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি।
গত কয়েক দিনে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের এই ছাত্রীকে ঘিরে যে ভয়াবহ ঘটনা সামনে এসেছে, তা শুধু তদন্তের বিষয় নয়, তা মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন।