দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার (Bengalis harassed in other states) প্রতিবাদে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী (Maldah, TMC leader)। বিজেপি নেতাদের (BJP leaders) হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলার মানুষকে বাংলাদেশি বললে মেরে চোখ উপড়ে নেব।
সোমবার মালদহের জালালপুরের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, “যে চোখ দিয়ে বাংলার মানুষকে বাংলাদেশি ভাবছে বিজেপি (BJP leaders), সেই চোখ উপড়ে নেওয়া হবে!”