অর্পিতা দাশগুপ্ত
লোকাল ট্রেন মানেই আমরা বুঝি জেনারেল কামরা, সঙ্গে একটা বা দুটি বগি, যা শুধু মহিলাদের জন্য সংরক্ষিত (Ladies Compartment)। ট্রেনে যাতায়াত করতে হলেই মেয়েরা ভেবে রাখেন, 'লেডিসেই উঠব।' প্রতিদিন প্রচুর সংখ্যায় মহিলারা এইভাবেই যাতায়াত করেন। সেই কামরার মধ্যেই অনেক সময় আসন নিয়ে ঝামেলা, ছোটখাটো বিরোধ, এমনকি কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু জানেন কি লোকাল ট্রেনের শুরুর দিকে 'মহিলা কামরা'-র কোনও অস্তিত্বই ছিল না। এর সূচনা হয়েছিল ১২৬ বছর আগে, ব্রিটিশ আমলে (Indian women empowerment)। জানুন সেই ইতিহাস।