দ্য ওয়াল ব্যুরো: ২৪ অক্টোবর ১৯৮৪ কলকাতায় যখন প্রথম মেট্রো শুরু হল, তখন রুট ছিল মাত্র ৩.৫ কিলোমিটারের। সেই ছোট্ট লাইন থেকেই শুরু হয় দেশের প্রথম মেট্রো সেবার ইতিহাস। ৪১ বছর পরে অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে সেই লাইনের দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে ৭২ কিলোমিটার, এখন আর সেকালের কলকাতা নেই।
রুট সেই যে বিস্তৃত হওয়া শুরু হল, আর থামার নাম নেই। মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র জানিয়েছেন, আগামী এক বছরে—২০২৬ সালের ডিসেম্বরে আরও অন্তত ১৯ কিলোমিটার যুক্ত হলে শহরের লাইফলাইন হবে ৯১ কিমি।
#REL