দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর প্রসঙ্গ উঠলেই বারাসতের নাম আসবেই। এখানকার বড় কালী মন্দিরও (Barasat Boro Kali) ভক্তদের মধ্যে জনপ্রিয়। কালীপুজোর (Kali Puja 2025) সময়ে দূর-দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য আসেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন। তাঁদের বিশ্বাস, দেবী খালি হাতে কাউকে ফিরিয়ে দেবেন না। এছাড়াও নানান অলৌকিক ঘটনার উদাহরণও রয়েছে।
বারাসত লরি স্ট্যান্ডের বড় কালী মন্দিরে মানত করলে নাকি ভক্তদের আশা পূর্ণ হয়। এখানে দেবী অনেক জাগ্রত, এই বিশ্বাসেই বছরের পর বছর বহু ভক্তের ঢল নামে এই মন্দিরে।