দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আলোর উৎসব। শহর হোক বা গ্রাম—সব জায়গাই সাজছে প্রদীপ, রঙিন টুনি বাল্ব বা বিভিন্ন আলোয়। কেউ ঝুলিয়ে রাখছেন লণ্ঠনের মতো আলো, কেউ আবার ঘর সাজাচ্ছেন ডিজাইনার লাইট দিয়ে। আলোর দোকানগুলিতে এখন উপচে পড়া ভিড়। তবে যতই সাজগোজ হোক, তার সঙ্গে তাল মিলিয়ে মানতে হবে কিছু সাবধানতাও। নাহলে আনন্দের উৎসবেই ঘটতে পারে দুর্ঘটনা।
কী কী বিষয় মাথায় রাখতে হবে আলো লাগানোর আগে?