দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের 'বাদশা', 'কিং খান'। কথা হচ্ছে রোম্যান্সের জাদুকর শাহরুখ খানকে নিয়ে। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। এই বছরটা তাঁর কাজের দিক থেকে এমনিতেই বেশ বিশেষ। একের পর এক সাফল্যে ভরা তাঁর এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।
শাহরুখের জন্মদিনকে কেন্দ্র করে পিভিআর আইনক্স এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে টানা দু'সপ্তাহ ধরে। এই বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৩১ অক্টোবর থেকে। দেশের মোট তিরিশটি শহরে অবস্থিত ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।
#REL