দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের রিয়াদে 'জয় ফোরাম ইভেন্টে' এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার- শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্ব, কেরিয়ার এবং তাঁদের চলচ্চিত্র নিয়ে খোলামেলা আলোচনা করেন এই তিন তারকা। সেখানেই সলমন খানের মুখে শোনা গেল শাহরুখ পুত্র আরিয়ান খানের ভূয়সী প্রশংসা।
সম্প্রতি পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হয়েছে আরিয়ান খানের। ক্যামেরার পিছনে কাজ করতে স্বচ্ছন্দ আরিয়ানের নেটফ্লিক্স সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' নিয়ে বর্তমানে সর্বত্র চর্চা চলছে। এই সিরিজ নিয়েই সলমন আনন্দ প্রকাশ করেছেন।
#REL