দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির রাতে আলোর জোয়ারে ভেসে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি (Mamata Banerjee Kalighat house)। রাজ্যের প্রশাসনিক ব্যস্ততার বাইরেও এই দিনে তিনি হয়ে ওঠেন একদম ঘরের মেয়ে। ঐতিহ্য মেনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল মা কালীর আরাধনা (Kali Puja)। মুখ্যমন্ত্রীর পুজোয় এ বারও যেমন ছিল ভক্তির ছোঁয়া, তেমনই ছিল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ত মুখদের উপস্থিতি।
গত বছর চোখে অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরেই পুজোয় অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও উপস্থিত থেকে মায়ের আরাধনায় সামিল হলেন তিনি।