দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি বাতিল করা হয়েছে। আরও কয়েকটি বিবেচনাধীন। সমাজ মাধ্যমে একটি তালিকা পোস্ট করে এমন দাবি করেছিলেন বাংলাদেশের ক্রীড়া এবং গ্রামীণ ও স্বায়ত্তশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সজীব মাহমুদ ভূঁইয়া। তাঁর ওই পোস্ট নিয়ে তুমুল চর্চা শুরু হয় সংশ্লিষ্ট সব মহলে।
বাংলাদেশের মিডিয়া যোগাযোগ করে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনারের অফিসের সঙ্গে। হাই কমিশনারের অফিস জানায় এমন কোনও কোন খবর তাদের কাছে নেই।