দ্য ওয়াল ব্যুরো: ভারতের কমপ্যাক্ট SUV বাজারে নতুন অধ্যায় লিখল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। মঙ্গলবার সংস্থা উন্মোচন করল একসঙ্গে দু'টি নতুন মডেল—অল-নিউ হুন্ডাই ভেন্যু ও ভেন্যু এন লাইন। দু'টি গাড়িই তৈরি হয়েছে নতুন প্রজন্মের ক্রেতাদের কথা ভেবে। যেখানে প্রযুক্তি, নিরাপত্তা ও স্টাইল একসঙ্গে মিলেছে।
নতুন ভেন্যু এবং ভেন্যু এন লাইন হুন্ডাইয়ের "Tech Up. Go Beyond" ট্যাগ মেনে তৈরি হয়েছে। এই দুটি এসইউভি স্মার্ট ও সংযুক্ত ড্রাইভিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছে সংস্থাটি।
#REL