দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তে ইঞ্জিন থেমে গেল। না, প্রযুক্তিগত ত্রুটি নয়—রেললাইনের (Indian Railway) উপর নেমে এসেছিল প্রকৃতির এক অপার সৌন্দর্য।
রেলপথে ট্রেনের সামনে হেলেদুলে হাঁটছিল একটি ময়ূর (Peacock)। আর তাকে পথ দেওয়ার জন্য মাঝপথেই ট্রেন থামিয়ে দিলেন চালক (Train stopped)। ময়ূরটি নির্বিঘ্নে হেঁটে রেলপথ থেকে সরার পর ধীরে ধীরে ইঞ্জিনে গতি আনলেন তিনি।
#REL