দ্য ওয়াল ব্যুরো: আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বরানগর থানায় (Baranagar PS) অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)।
বামনেতার অভিযোগ, অনিন্দ্য চৌধুরী নামে নিমতার এক ব্যক্তি তাঁর কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর দাবি, এই ঘটনার ফলে তাঁর সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগপত্রে তিনি একটি ইউটিউব চ্যানেলের নামও উল্লেখ করেছেন, যেখানে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন।