দ্য ওয়াল ব্যুরো: মাদারিহাট-বীরপাড়া ব্লকের মধ্য খয়েরবাড়ি (North Bengal) যেন বুধবার গভীর রাতে রণক্ষেত্র। আনন্দ আর ভক্তির পরিবেশ নিমেষে পরিণত হল চিৎকার আর কান্নায়। কালীপুজোর আলো নিভে গেল তিনটি প্রাণের বিদায়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাই মুন্ডা স্বামী ও পরিবারের অন্যদের সঙ্গে গিয়েছিলেন কাছের বাড়িতে কালীপুজো দেখতে। কোলে দেড় বছরের মেয়ে লক্ষ্মীকে নিয়ে ফেরার পথে, গ্রামের অন্ধকারে হঠাৎই হাজির দাঁতাল এক হাতি(Elephant)!
#REL