দ্য ওয়াল ব্যুরো: সীমান্তবর্তী জেলার রাজনীতি আবারও উত্তপ্ত। কেন্দ্রের বিজেপি সাংসদ তথা রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ (Ananta Maharaj) এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুললেন অনুপ্রবেশ ও ভুয়ো পরিচয়পত্রের অভিযোগে (Infiltration Issue)।
তাঁর সোজাসাপ্টা মন্তব্য, “যদি সঠিকভাবে এসআইআর (Special Investigation Report) হয়, তবে অন্তত ৫০ শতাংশ নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে (Voter List)।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
#REL