দ্য ওয়াল ব্যুরো: ছ'বছর পর ফের একবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের সঙ্গে শি'র প্রথম সাক্ষাৎ।
দুই পক্ষের শীর্ষ কূটনীতিকরা আগেই জানান, দুই দেশের নানা মতপার্থক্য মেটাতে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। বৈঠকের আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্প বলেন, “এই আলোচনার (Meeting) ফল ভাল হবে গোটা বিশ্বের জন্য।”