শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কুমিল্লা কন্যার টলিউড বিজয়ের গল্প। তাঁর জীবন যেন এক সিনেমার মতোই। কুমিল্লা তাঁর দেশ হলেও, কিশোরীবেলা কেটেছিল ঢাকাতে। কিন্তু নিশ্চিন্ত মেয়েবেলায় লাগল দেশভাগের আগুন। প্রাণে বাঁচতে চলে আসতে হল কলকাতা। সুখের জীবনে লাগল অভাবের সংকট। সেখান থেকে পরিবারকে উদ্ধার করতে মেয়ে নামল সিনেমায়। সাবিত্রীরা তো এভাবেই ঘর-সংসার বাঁচায়। আমাদের গল্পের আজ নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়।