দ্য ওয়াল ব্যুরো: কোথাও তিনি ট্রাফিক কনস্টেবল, কোথাও দাপুটে বাইকার, আবার কোথাও গোঁফদাড়ি-চশমা-পাগড়ি পরা একেবারে সর্দারজি ড্রাইভার। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই তিন চরিত্রেই এক মানুষ— সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, যিনি একসময় মাঠে নেতৃত্ব দিয়ে গড়েছিলেন নতুন ভারত, এবার সেই মানুষটিই পর্দায় হাজির একেবারে অন্য অবতারে।
#REL