শমীক ঘোষ
ষাট যদি হয় বার্ধক্যের শৈশব, আশি তবে নিশ্চিন্তে তার প্রৌঢ়ত্ব। বয়সের এমন এক মাইলফলক যা পেরোলে নিশ্চিন্তে বুড়ো বলে দেগে দেওয়া যায়। অশীতিপর শব্দটাই যেন ভদ্রতার আড়াল রেখে হয়ে ওঠে অতিবৃদ্ধের সমার্থক (Aparna Sen Birthday)।
২৫ অক্টোবর, ২০২৫। সেই মাইফলক স্পর্শ করলেন অপর্ণা সেন (Aparna Sen)। আশি বছর পূর্ণ করলেন তিনি। কিন্তু অপর্ণা সেন (Aparna Sen Birthday) কি বৃদ্ধ হতে পারেন কখনও? ভুল করেও?