দ্য ওয়াল ব্যুরো: ফলটনের একটি সরকারি হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসকের আত্মহত্যায় নাম জড়ানো পুলিশ আধিকারিক গোপাল বদন অবশেষে গ্রেফতার হলেন। ঘটনার পর থেকেই পলাতক থাকা এই এএসআই (ASI) শনিবার সন্ধ্যায় ফলটন গ্রামীণ থানায় আত্মসমর্পণ করেন। এর আগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।
গত বৃহস্পতিবার হোটেলের রুম থেকে ওই তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মঘাতী হওয়ার আগে তিনি তাঁর বাঁ হাতের তালুতে একটি সুইসাইড নোট লিখে যান, যেখানে তিনি দু'জনের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রথম, বাড়িওয়ালার ছেলে প্রশান্ত বাঙ্কার। আর দ্বিতীয় এএসআই গোপাল বদন।
#REL