রফিকুল জামাদার
ওয়াকফ আইন (Waqf Act) সংশোধনের পর সমস্ত সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করেছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট (Sopreme Court) থেকেও কোনও সুরাহা পাওয়া যায়নি। এ ব্যাপারে আজ ৬ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত ডেডলাইন (Dateline) রয়েছে। দেখা গেল, তার মধ্যে বাংলার ২৩ হাজার ওয়াকফ সম্পত্তির (Waqf property West Bengal) তথ্য এখনও পর্যন্ত সেন্ট্রাল পোর্টালে আপলোড হয়েছে। দিনের শেষে হয়তো আরও কিছু হবে। ফলে সংখ্যাটা প্রায় ২৪ হাজারে পৌঁছতে পারে।