দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে গত কয়েকদিন ধরেই চড়ছে রাজনৈতিক পারদ। এই ইস্যুতে এবার নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করে বড় হুঁশিয়ারি দিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক (Nishith Malik)।
রবিবার বিকেলে বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে কমিশন এবং বিজেপিকে নিশানা করে নিশীথ মালিক বলেন, SIR নিয়ে আমাদের দলগতভাবে কোনও উদ্বেগ নেই — তবে “যাঁরা প্রকৃত ভোটার (Genuine Voters), তাঁদের নাম কেটে ফেলা হলে আমরা প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব।”
#REL