দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) কায়দায় বাংলাতেও (West Bengal, politics, ) ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) পথে কমিশন। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে কমিশন এ ব্যাপারে বড় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ১ নভেম্বর থেকেই এরাজ্যে এসআইআর চালু হতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
এমন আবহে চায়ের দোকান থেকে ট্রেনের বগি, এমনকী অফিস কাছারি সর্বত্রই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এসআইআর চালু হওয়া মানে বাড়ি বাড়ি ফর্ম আসবে, কিন্তু শেষ পর্যন্ত ভোটার তালিকায় (Voter List) 'নাম থাকবে তো?'