দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের আকাশে আবারও জ্বলল এক চেনা নক্ষত্রের নাম— গৌতম ঘোষ। পাঁচ দশকের অমূল্য সৃজনযাত্রার পর, এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর কাঁধে উঠল সর্বোচ্চ সম্মান— লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
এক জীবনের অধ্যবসায়ের, শিল্পের, ও ভালবাসার পরিণত প্রাপ্তি যেন এই সম্মাননা। বৃহস্পতিবার নন্দন প্রাঙ্গণের বর্ণাঢ্য সন্ধ্যায় যখন ঘোষণাটা হল, দর্শকাসনে উচ্ছ্বাস। কারণ, উৎসবের চেয়ারম্যান তিনি নিজেই, অথচ এই সিদ্ধান্তের খবরটুকু তাঁর কাছেও ছিল গোপন। তাই পুরস্কার ঘোষণার মুহূর্তে যেন অবাক, অথচ দীপ্ত সেই মুখ— এক শিল্পীর নীরব বিস্ময়।