দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দলের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবেন। বলে ছেন অপসারিত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে যাওয়ার সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন, এমন কোনও সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না, যে সরকার এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হবে যেটাতে আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হয়নি। প্রসঙ্গত বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারি মাসে। তিনি আরও জানান, আপাতত তিনি ভারতেই থাকবেন থাকবেন।
#REL