দ্য ওয়াল ব্যুরো: কলকাতার তাজ তাল কুটিরে (Taj Taal Kutir) শুরু হয়েছে ভারতের উপকূলীয় রন্ধন ঐতিহ্যের এক অনন্য উদযাপন। শহরের শান্ত লেকপাড়ের এই বিলাসবহুল রিট্রিট এবার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে গোয়া ও পন্ডিচেরির (Goa & Pondicherry) স্বাদে ভরা এক কালিনারি যাত্রায়।
উৎসবের মরসুমে তাজ তাল কুটিরে দুটি বিশেষ আয়োজন,‘Goan Hi-Tea Soiree’ ও ‘Pondicherry, A Story on the Palate’ — দু’টি ভিন্ন রন্ধনভূমির গল্পকে নতুন স্বাদে পরিবেশন করছে।
#REL
গোয়ান হাই-টি সোয়রে অ্যাট লেক ভিউ লন