দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ঘিরে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে, ঠিক সেই সময়ই কলকাতার ভবানীপুর থেকে গ্রেফতার তিন আফগান নাগরিক (Bhabanipur, Three Afghan nationals were arrested))।
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড তৈরি করে দিব্যি বসবাস করছিলেন তাঁরা—অভিযোগ এমনই (False Identity)। বৃহস্পতিবার সিকিউরিটি কন্ট্রোলের সূত্রে খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ধরে ফেলে ওই তিনজনকে।
#REL