দ্য ওয়াল ব্যুরো: এভাবেও ফিরে আসায়! ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে সম্ভবত জীবনের সেরা ইনিংস খেললেন জেমাইমা। ‘রকস্টার’ জেমাইমা, যাঁর হাসি, উচ্ছ্বাস, প্রাণশক্তি মুগ্ধ করে ক্রিকেটপ্রেমীদের, এদিনের ম্যাচ শেষে ছিলেন আশ্চর্যরকম শান্ত। সেঞ্চুরি করে ও কোনও বাড়তি উচ্ছ্বাস নয়, নেই চিৎকারে সেলিব্রেশন। ম্যাচ জেতার পর চোখ ভিজল শুধু আনন্দাশ্রুতে।
সেদিনের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ জেমাইমা নিজের বক্তব্যে খুলে বললেন কঠিন জীবনের সেই লড়াই, মানসিক ভাঙনের দিনগুলো। হাজারো দর্শকের সামনে নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়ার সাহস দেখালেন সহজেই।
#REL