দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হচ্ছে ৪ নভেম্বর মঙ্গলবার (On November 4)। অর্থাৎ সেদিন থেকেই বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেবেল অফিসারদের।
আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ওই দিন দুপুর দেড়টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করবে শাসকদল (TMC)। মিছিলের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।