দ্য ওয়াল ব্যুরো: SIR বা বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা হতেই হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছেন বহু পরিচারিকা (Maid)। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় একের পর এক পরিচারিকা কাজ ছেড়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। অনেকেই বলছেন, তাঁরা নাকি ফিরে যাচ্ছেন বাংলাদেশে। আর এতেই এলাকায় শুরু হয়েছে গুঞ্জন—তাঁরা কি তবে অনুপ্রবেশকারী?
বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র জানালেন, “আমরা সবাই ‘রহিমার মা’ বলেই ডাকতাম। ২৫ বছর ধরে আমাদের বাড়িতে কাজ করত। হঠাৎ একদিন এসে বলল, ‘এখানে থাকা যাবে না, বাংলাদেশ যাচ্ছি’। তারপর আর ফেরেনি।”