দ্য ওয়াল ব্যুরো: মাত্র একটা জয়ই বদলে দিতে পারে কুড়ি বছরের ইতিহাস। ২০০৫ সালের বিশ্বকাপ ফাইনালে (Women’s World Cup 2025) পরাজয়, যা এক প্রজন্মের লড়াইকে ছায়ায় ঢেকে দিয়েছিল। সেই সময়ের ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন সুধা শাহ (India Women’s Cricket Team coach Sudha Shah), আজও মনে রেখেছেন নিঃশব্দেই বাড়ি ফিরেছিলেন সেদিন।
অস্ট্রেলিয়ার ওয়েবসাইট abc.net.au-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যখন দক্ষিণ আফ্রিকায় ফাইনাল খেলছিলাম, তখন ভারতে কেউ জানতই না যে মহিলাদের বিশ্বকাপ হচ্ছে!”