দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India women’s cricket team)। মঙ্গলবার সন্ধায় তারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজ, বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ আয়োজন করা হয়েছে, সেখানে 'বিশ্বজয়ী' ক্রিকেট তারকাদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী।
গত রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। প্রথম আইসিসি ট্রফি ঝুলিতে ভরেছে ভারতের মহিলা ক্রিকেট দল, যা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে।