অমল সরকার
কোনও কাগজ লিখেছে, হেলিকপ্টার ভাড়া করেছেন লালুপ্রসাদ (Laluprasad Yadav)। সরকার টিকছে না, একথা বোঝামাত্র সপরিবারে কাঠমাণ্ডু অথবা দার্জিলিং পালিয়ে যাবেন। কোনও কাগজের ভবিষ্যদ্বাণী, ফল ঘোষণার পর লালুপ্রসাদ আর পাটনায় (Bihar Polotics) ফিরবেন না। যে বিধানসভা থেকে নির্বাচন (Bihar Election) লড়েছেন সেই দানাপুরের মিলিটারি ক্যান্টনমেন্টে আশ্রয় নেবেন। সাংবাদিক মহলে স্বঘোষিত ঘরের খবর রাখা সাংবাদিকেরা কেউ বলেছেন, লালুপ্রসাদের পারিবারিক জ্যোতিষী তাঁকে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করার পরামর্শও দিয়েছেন।