অমল সরকার
পাটনার বাঘা বাঘা সাংবাদিকদের জন্য দিনটা বড় দুঃখের। নানা সূত্র থেকে তাঁরা খবর পেয়েছিলেন লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) পদত্যাগ করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী। বিকালে যাঁর নাম সরকারিভাবে ঘোষণা করা হল, নামজাদা সাংবাদিকেরা কেউই তাঁর নাম ভাবতে পারেননি। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে শুনে, রাজনীতির (Bihar Election) হাঁড়ির খবর রাখা সাংবাদিকরা পর্যন্ত হাসিঠাট্টা করেছেন।