দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের মধ্যে ঝগড়া-ঝামেলা রূপ নিল এক ভয়াবহ সংঘর্ষের। নাসিক (Nasik) জেলার মালেগাঁও শহরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি (Malegaon firing clash)। শেষ পর্যন্ত গুলি চলল, ঘরবাড়ি ও গাড়ি ভাঙচুর হল - চূড়ান্ত অশান্তি দেখল নাভা ইসলামপুর এলাকা।
ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আয়েশানগর থানার অধীনে এক অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গোলমালের সূত্রপাত আগের শত্রুতার জের ধরে হলেও সেই মুহূর্তে আগুনে ঘি ঢালে স্থানীয় বাচ্চাদের মধ্যে হওয়া এক ঝগড়া।
#REL