দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে সব সময় সর্বজনমান্য নায়কের খোঁজ চলে। যতবার কোনও নতুন নক্ষত্র উঠে এসেছে, ক্রিকেট নিছক খেলার গণ্ডি ভেঙে ছড়িয়ে পড়েছে সংস্কৃতি, ব্যবসা আর আবেগের স্ফীতোদর বৃত্তে।
এক সময় সেই আকাশে নিজের গরিমায় ভাস্বর সচিন তেন্ডুলকর… এক নিঃসঙ্গ ঈশ্বরের মতো।
ধোনি এসেছিলেন ‘ক্যাপ্টেন কুলে’র তকমা নিয়ে—গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক!
আর বিরাট কোহলি? দুয়ের মাঝখানে এক নতুন দর্শন—যিনি শচীনের ‘ভক্তি’ আর ধোনির ‘সংযম’ দুটোকেই পিছনে ফেলে নিপাট ‘পেশাদারিত্বে’র নতুন সূত্র রচনা করেছেন!