দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের ‘রানমেশিন’ বিরাট কোহলির আজ (৫ নভেম্বর) জন্মদিন (Virat Kohli Birthday)। ৩৭ বছরে পা দিলেন এই তারকা ক্রিকেটার। তিন ফরম্যাটের মধ্যে টি–টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও, এখনও ওডিআই ক্রিকেটে (ODI Criccket) সক্রিয় রয়েছেন কোহলি। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে আবার দেখতে চান ভক্তরা। তার আগে ফিরে দেখা যাক টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বিরাটের সেই চারটি ইনিংস, যা চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।
হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রানের ঝড় (২০১২)