দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশের ফল বেরিয়ে গেলেও গত কাল রাত থেকেই সেই ফল দেখার জন্য ওয়েবসাইট (SSC Result) খোলার সমস্যা শুরু হয়েছে। এই সমস্যা এখনও অব্যাহত। অধিকাংশ চাকরিপ্রার্থী জানাচ্ছেন, খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট (SSC New Website) খুলছে। বেশির ভাগ সময় ওয়েবসাইট খোলা যাচ্ছে না। এসএসসি-র যুক্তি একসঙ্গে কয়েক লক্ষ মানুষ ওই ওয়েবসাইট খোলার চেষ্টা করায় এই সমস্যা হচ্ছে।
তবে এর বিকল্প হিসেবে আরও একটি ওয়েবসাইটের কথা জানিয়েছে এসএসসি। এই ওয়েবসাইট খুলে ফল দেখা যাচ্ছে। নতুন ওয়েবসাইটটি হল wbsschelpdesk.com।
#REL