দ্য ওয়াল ব্যুরো: ৪ নভেম্বর থেকেই রাজ্যজুড়ে (West Bengal) শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR)। সকাল থেকে হাতে ফর্ম আর তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বুথ লেভেল অফিসার (বিএলও)-রা। নতুন ভোটার যুক্ত করা, পুরনো তথ্য সংশোধন—সব মিলিয়ে চলছে প্রবল ব্যস্ততা।
কিন্তু ভোটারদের একাংশের মনে এখনও প্রশ্ন, এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম আসলে কীভাবে পূরণ করতে হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন—২০০২ সালের ভোটার তালিকায় কারও নাম না থাকলে, রিলেটিভ (Relative) হিসেবে কার নাম দেওয়া যাবে?