দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী বিনোদন জগৎ থেকে বলিউড, নিজের অভিনয়ের জোরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁকে 'ন্যাশনাল ক্রাশ'ও বলা হয়। সাধারণত বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মিকাকে হোস্ট একটি অপ্রত্যাশিত প্রশ্ন করেন: "আপনার কি কখনও মনে হয়েছে যে, মহিলাদের প্রতি মাসে হওয়া ঋতুচক্র পুরুষদেরও হওয়া উচিত?"
#REL
এই প্রশ্নের উত্তরে রশ্মিকা এক মুহূর্ত দেরি না করে বলেন, “হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।”