দ্য ওয়াল ব্যুরো: 'ভাগাড়ের শকুন যেমন মরা গরু খুঁজে বেড়ায়, বিজেপি-তৃণমূল (TMC BJP) এখন খুঁজে বেড়াচ্ছে কে গলায় দড়ি দিয়েছেন, কে আত্মঘাতী হয়েছেন।' 'এসআইআর আতঙ্কে' রাজ্যে বেড়ে চলা মৃত্যু নিয়ে দু'দলকেই কটাক্ষ করলেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।
হুমায়ুনের কথায়, কে কোথায় মারা গেলেন সেখানে দৌড়ে যাচ্ছে, অথচ এসআইআর-এর সহায়তার জন্য যেন ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে, সেখানে ফোন করলেও উত্তর পাওয়া যাচ্ছে না। যেই গলায় দড়ি দেওয়ার খবর পাচ্ছে, ওমনি সেখানে চলে যাচ্ছে দলবল নিয়ে।
#REL