দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ মামলায় জেলবন্দি থাকার পর জামিন পেয়েছিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। আদালতের নির্দেশে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নোবেলকে বিয়ে করতে হয়েছিল তরুণীকে, তবেই মেলে জামিন। সেই ঘটনায় চর্চা থিতিয়ে আসার আগেই ফের আইনি জটিলতায় জড়ালেন তিনি।
শনিবার গভীর রাতে ঢাকার কল্যাণপুর এলাকায় এক অ্যাপক্যাব চালককে মারধরের অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নামতে অস্বীকার করেন নোবেল। এরপর চালকের সঙ্গে বচসা বেঁধে যায়। ঘটনার সূত্রপাত রাতের দিকে, যখন নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ একটি ক্যাব বুক করে কল্যাণপুর থেকে হাবুলের পুকুরপাড় যাচ্ছিলেন।