শুভম সেনগুপ্ত
প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে বন্দিদশা কাটিয়ে দু’বছরেরও বেশি সময় পর যখন বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), তখন বোলপুরের নিচুপট্টি এলাকায় তুমুল হইচই। প্রিয় কেষ্টদার প্রত্যাবর্তনের জন্য তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন কর্মী-সমর্থকরা।
শুধু তাই নয়, ‘অকাল হোলি’র ছবি দেখা গিয়েছিল একাধিক এলাকায়। তাছাড়া পাড়ায় মাইক বাজিয়ে উৎসবের মেজাজে আবির খেলা, স্থানীয় তৃণমূল নেতা, গ্রামবাসীদের ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই ও পাঁপড় খাওয়ানো হয়।
#REL