শঙ্খদীপ দাস
শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল (Bihar Election Result 2025) স্পষ্ট হতেই যে অবধারিত ভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কতটা প্রভাব পড়তে পারে বাংলায় (West Bengal)। তৃণমূল (TMC) কি উদ্বেগে, ভয় পাচ্ছে? বিহারে ফল (Bihar Exit Poll 2025) ঘোষণা হতেই দেখা গেছে, বিজেপির (BJP) জাতীয় স্তরের নেতারাও বলতে শুরু করেছেন—অঙ্গ ও কলিঙ্গের পর এবার বঙ্গ দখলের পালা!