দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে, তার পর খোলা হবে ভোটিং মেশিন। গণনা প্রক্রিয়ায় অযথা কোনও দেরি না হলে বা বিঘ্ন না ঘটলে মোটামুটি ভাবে সকাল ১১ টা নাগাদ ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল (Bihar Election Result 2025) জানতে আরও সময় লাগবে। তার আগে আরও একবার দেখে নেওয়া যাক এক্সিট পোল (Bihar Exit Poll 2025) কাকে কত আসন দিয়েছিল।
১) অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নীতীশ কুমার (Nitish Kumar)–বিজেপির এনডিএ (NDA) জোট ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।