দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটগণনা (Bihar Election Result) যে পর্যায়ে রয়েছে তাতে স্পষ্ট 'ক্লিন স্যুইপ' করছে জেডিইউ জোট (JDU+)। প্রত্যাশিত ফলাফল হলেও ভোট শতাংশ এবং আসন সংখ্যা যে জায়গায় পৌঁছচ্ছে বলে ইঙ্গিত মিলছে তা অনেকেই কল্পনা করেননি। তবে এসবের মধ্যে বলা যায় খেই হারিয়ে ফেলেছে কংগ্রেস (Congress)। কারণ, মহাজোটে তাঁদের চেয়ে এগিয়ে বামেরাও (CPM)।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিহারে বিজেপি, জেডিইউ, লোজপা(আরভি)-সহ এনডিএ জোট মোট ১৮৮টি আসনে এগিয়ে। এর মধ্যে বিজেপি ৮৪, জেডিইউ ৭৭, এলজেপি(আরভি) ২২, হামস ৫ এবং আরএলএম ২ আসনে এগিয়ে রয়েছে।
#REL