অংশুমান কর
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির মামলায় (SSC Scam) এবছরের গোড়ার দিকে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্য ওয়ালেই একটি লেখায় আমি দাবি করেছিলাম যে, আনটেইনটেড প্রার্থীদের (Untainted Candidates) শিক্ষকতার চাকরির অভিজ্ঞতার (Job Experience) জন্য নম্বর দেওয়া হোক। এই মতামত পেশ করার জন্য সেই সময়ে অনেকেরই বিরাগভাজন হয়েছিলাম। কিন্তু সেই অবস্থান থেকে আমি এখনও সরে আসছি না। কেন? কারণ একাধিক।