দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Delhi Red Fort Blast) মামলায় গ্রেফতার ইমাম (Imam) মহম্মদ ইশতিয়াকের ভাই মহম্মদ শাহবাদের দাবি, তাঁর ভাই একেবারে নির্দোষ!
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ও প্রায় ২০ বছর ধরে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al Falah University) মসজিদের ইমাম হিসেবে কাজ করছে। বিয়ের আগে আমি নিজেই ওকে সেখানে নিয়োগ করেছিলাম। ওর পরিবারও ওই এলাকাতেই থাকে, আমরা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করি।”